আমার সিলেট ডেস্ক: সুন্দর সুশৃংখল সুষ্ঠু সমাজ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি রক্ষার প্রত্যয় নিয়ে “বাঁচাও যুব সমাজ বাঁচাও দেশ, মাদক হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ এপ্রিল,
শুক্রবার,সিলেট সিটি কর্পোরেশন ৩৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে টিলারগাঁও পয়েন্টে মাদক ও কিশোরগ্যাং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিসিক ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া’র সভাপতিত্বে এবং দৈনিক আলোকিত সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার মোস্তফা হোসেন সম্রাটের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক এম জামাল উদ্দিন।
বক্তব্য রাখেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশীদ।বক্তব্যে তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়। এই বিষয়টি রুখে দিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ জালালাবাদ থানার পক্ষ থেকে যতটুকু করণীয় রয়েছে আমরা সেটুকু করতে চাই। তবে এই বিষয়টি পুলিশের পক্ষে একা নির্মূল করা সম্ভব নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারী দেশ ও জাতির শত্রু তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়ে তুলতে সচেতন জনগোষ্ঠীর সহযোগিতা প্রয়োজন।
এ সময় এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এস.আই জুয়েল চৌধুরী,শাহ্ খুররম ডিগ্রী কলেজের প্রফেসর মোঃ আব্দুস শহিদ, সিলেট সদরের টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক, ৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ চান মিয়া বাচ্চু ও সদস্য হাজী মোঃ ইউনুস আলী, আখালিয়া নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ শফিকুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সিলেট কোতোয়ালি থানা স্বেচ্ছাসেকদলের সদস্য সচিব আমজাদ হোসেন, সিলেট জেলা যুবদলের সহ- সাধারন সম্পাদক মোঃ মহির উদ্দিন, সিলেট মহানগর জামায়াত নেতা মেহেদী হাসান সোহেল, সিলেট মহানগর জিসাসের সদস্য সচিব সাব্বির হোসেন জামিল, সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ডের সচিব শিহানুর রহমান শিহান,৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শিবির আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, যুবদল নেতা সাদ্দাম হোসেন রাজন, ছাত্রদল নেতা মিসবাউল হক,আলী আহমদ,টিলারগাঁও এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ তাহির আলী, হাজি আব্দুল আজিজ, আলী হোসেন,মোঃ লিয়াকত আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ গনি, মোঃ সাজলু মিয়া, আশিক আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সাজ্জাদ হোসেন, জুবের আহমদ, মিজান, আলী আহমদ, আলী আহসান, আলহাজ্ব, জুয়েল, রনি, হোসেন, আমিন, হোসাইন, সাকিব, শাহিন, হাফিজ শরিফ আহমদ, হাফিজ সালমান, রুহুল প্রমুখ।