একমাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর।সিয়াম সাধনার মাধ্যমে মানবাত্মা পরিশুদ্ধ হয়।সাধনার এ মাসে মানুষের প্রতি মানুষের ভালোবাসা,সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে হবে। আত্মাকে করতে হবে পূতপবিত্র তথা পরিশুদ্ধ।
বিশেষত,সরকারি -বেসরকারি দায়িত্বে নিয়োজিত আমাদের অধীনস্থ ব্যক্তিদের প্রতি সমান আচরণ করতে হবে। কবি বলেন,”ইসলামে নেই আমির-ফকির,ছোট বড় কোনকিছু,এককাতারে এনেছে সবারে,যত ছিলো উঁচু নিচু।”
ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান।কোন ভেদাভেদ নেই,এটিই ইসলামের প্রধান শিক্ষা। এবারের ঈদে সকলের আনন্দ উপভোগ হোক সমানে সমান।দুঃখ কষ্ট ঘুচিয়ে যাক্।সূচিত হোক নতুন বসুন্ধরা।
ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে আবার যেনো বিষাদে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঈদে বাড়ি ফেরা যেনো নিরাপদ হয়।যারা শহুরে জীবন থেকে ঈদের সুযোগে গ্রামের বাড়ি যাবেন তারা যেন পাড়া-প্রতিবেশীদের খোঁজ খবর রাখেন।তাহলে, ঈদের সার্থকতা ফুটে উঠবে।এবার ঈদের নতুন ইরাদা হোক,ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে মনোনিবেশ কর।নতুন বাংলাদেশ বিনির্মানে হোক বিশেষ প্রার্থনা।
আমাদের প্রিয় মাতৃভূমি দেশি-বিদেশি সব শংকট কাটিয়ে উঠুক, পৃথিবীর নানা প্রান্তে নির্যাতিত মানুষ মুক্তি পাক, ঈদের আনন্দে ধুয়ে-মুছে যাক সব দুঃখ-গ্লানি—এই প্রত্যাশায় দৈনিক আমার সিলেট-এর সকল পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খী, শুভানুধ্যয়ী সহ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।