নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিজবুত তাহরীর” এর পোস্টারিং চোখে পড়েছে।দীর্ঘদিন পর জঙ্গি সংগঠনটির পোস্টারিংয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।নগরীর শাহী ঈদগাহ এলাকার রায়নগর রাজবাড়িতে হিজবুত তাহরীরের পোস্টারিং দেখে স্হানীয় একজন বাসিন্দা দৈনিক আমার সিলেটকে জানান,হঠাৎ করে হিজবুত তাহরীরের পোস্টার দেখে ভয় করছে।অতীতে হিজবুত তাহরীরের সদস্যরা গোপনে বিভিন্ন আবাসিক এলাকায় অবস্থান নিয়েছিল।ফলে,সেই সকল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নজরদারিতে ভয় হয়তো যদি ভালো কোন মানুষ ফেঁসে যায়।তাছাড়া,কখন কী ঘটে তা তো বলা মুস্কিল।বোমা ও তো ফাটতে পারে।একথা গুলো বলতে বলতে পাশের একটি বিল্ডিংয়ের গেটের পাশে কালেমা খচিত একটি ফ্ল্যাগ উড়তে দেখা যাচ্ছিল। আরও কিছুদূর অগ্রসর হবার পর আরেকজন পথচারীর সাথে কথা হয়।তিনি জানান,হিজবুত তাহরীর নাম শুনেছি,এটি একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন,তবে এর কোন সদস্যের সাথে আমার দেখা হয়নি।সংগঠনটির পোস্টার আমার চোখে পড়েছে।শুক্রবার ঢাকা বায়তুল মোকাররম গেটে তাদের প্রোগ্রাম রয়েছে। তিনি আরও বলেন,এসবে আমরা আতঙ্কে রয়েছি।আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায়।যদি তারা এদের খপ্পরে পড়ে তাহলে তো আমাদের নিরাপদ থাকা কঠিন হয়ে পড়বে।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি’র এডিসি( মিডিয়া) সাইফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার সিলেটকে জানান,পোস্টার দেখেছি। নজরদারি অব্যাহত আছে।
