সিলেটে যুবদল নেতা নুরুল ইসলামের নাম্বার হ্যাকারদের কবলে

আমার সিলেট ডেস্ক:

সিলেট এয়ারপোর্ট থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এম.নুরুল ইসলামের মুঠোফোন নাম্বার হ্যাক করেছে হ্যাররা।
সোমবার অপরাহ্নে হ্যাকাররা এ ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরও জানান,অনলাইনে পণ্য ক্রয় করতে গিয়ে হ্যাকররা তার নাম্বারটি হ্যাক করে নেয়।

মুঠোফোন নাম্বার হ্যাক হওয়ায় পরিচিত অপরিচিত সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। হ্যাকাররা যাতে অনৈতিক কোন কর্মকাণ্ড,টাকা পয়সা দাবি কিংবা অবৈধ কিছু যাতে না করতে পারে সেজন্য আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকতে বলেছেন।