মোঃ মামুনুর রশিদ:
২৩ ফেব্রুয়ারি রবিবার সিলেট দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়াল গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড তালামীযের উদ্যোগে সবুজকুড়ি রক্তদান সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসুচি অনুষ্ঠিত হয় এসময় গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সহ এলাকার নারী পুরুষ বিনামূল্যে ব্লাড নির্ণয় করেন।
সবুজকুড়ি রক্তদান সোসাইটির উপদেষ্টা হাফিজ ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামিযের সহ-সভাপতি ও সোসাইটির উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক সাজু।
এ সময় আরো উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ রোভার স্কাউট লিডার সিলেট জেলা, হাফিজ আলেখ আহমদ ৫নং সিলাম ইউনিয়ন সভাপতি এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ২নং ওয়ার্ড গোয়াল গাঁও . হাফিজ কামরান আহমেদ সাবেক সভাপতি ২নং ওয়ার্ড তালামিয।
মারুফ আহমদ সহ সভাপতি ২ং ওয়ার্ড তালামীয
সাধারণ সম্পাদক মোঃতায়েফ আহমদ, এবং সবুজ কু্ঁড়ি রক্তদান সোসাইটিএর প্রতিষ্ঠাতা জনাব মোঃফখরুল ইসলাম, সম্মানিত সভাপতি জনাব সাইদুল ইসলাম সেজু ও অফিস সম্পাদক আবু তায়েফ সহ সোসাইটির সদস্যবৃন্দ প্রমুখ।