সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আসছেন যুব অধিকার পরিষদ নেতা আলী আহমেদ তাজ।

আমার সিলেট ডেস্ক ::

এবারের সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে কাজ করছেন গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ। তিনি সদর উপজেলার ৮ নং কান্দিগাও ইউনিয়ন এর সোনাতলা গ্রামের মোঃ সাব উদদীন এর পুএ। সব রাজনৈতিক দলের পাশাপাশি তিনিও উপজেলার বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উপজেলায় বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তিনি সহযোগিতা করে যাচ্ছেন।
তিনি দেশবাসীসহ সদর উপজেলার সকলের সমর্থন, সহযোগিতা কামনা করেছেন।