মোহাম্মদ আব্দুল্লাহ সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নির্বাচিত

আমার সিলেট ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর সাপ্লাই রোডের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সাধারণ সভার আয়োজন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের নাম ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল ও সদস্য আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এবং সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান। এসময় আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং সদস্য অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ ও সদস্য অজয় কুমার ধর উপস্থিত ছিলেন।

এদিকে মোহাম্মদ আব্দুল্লাহ নবনির্বাচিত পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেটের ছাত্র সমাজ ও ব্যবসায়ীরা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

সিলেটের ব্যবসায়ীরা আশা করছেন মোহাম্মদ আব্দুল্লাহ এর সৃজনশীলতা ও যোগ্য নেতৃত্বে এবং দিকনির্দেশনায় ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে।এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ও উন্নতির শীর্ষ স্থান অর্জনে সহায়ক হবে।

ছাত্র-সমাজের প্রতিনিধিরা আরও আশা করেন,মোহাম্মদ আব্দুল্লাহ এর মতো একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা এর দক্ষ দিকনির্দেশনায় ছাত্র ও তরুণ সমাজ ব্যবসামুখী হবে ও সিলেট সহ সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে।শিক্ষিত বেকার যুবসমাজ উদ্যোক্তা হতে আকৃষ্ট হবে।