সিলেটে ছাত্র অধিকার পরিষদ-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমার সিলেট ডেস্ক ::
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে অএ সংগঠন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী রেলি ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে।
গতকাল সোমবার(১৭) ফেব্রুয়ারী নগরীর সিটি করপোরেশন থেকে রেলিটি বের হয়ে শহরের মেইন মেইন গলি প্রদর্শন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়, পরে সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন, প্রবাসী নেতা আবুল মনসুর সাজু চৌধুরী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তারেক আহমেদ, সহ সভাপতি এবি আল মাহমুদ। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সহ সভাপতি শাহ শামীম আহমেদ অপু, ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর নেতা মিসবাহ বিন সাদেক, ছাত্র নেতা এনাম আরিয়ান, এইচ আর জালালী, আশরাফুল ইসলাম মাহমুদ, তামিম আহমেদ, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর নেতা সামাদ আজাদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম সহ আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।