আমার সিলেট ডেস্ক:
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটদান করেন ক্লাবের সদস্যরা।
ক্লাবের নির্বাচন পরিচালনা কমিশনের আহ্বায়ক মো. আতাউর রহমান, কমিশনের সদস্য আহমেদ নূর ও দেওয়ান তৌফিক মজিদ লায়েকের সার্বিক পরিচালনায় ক্লাবের ৩৩১ জন ভোটারের মধ্যে ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ক্লাবের পরিচালনা পর্ষদের ৭ জন প্রার্থীর মধ্যে পরিচালক, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে এ এস সিরাজুল হক চৌধুরী এবং পরিচালক, আপ্যায়ন বিভাগে রাফি ইব্রাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে শাহ মো.মোশাহিদ আলী ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওরফে কয়ছর আহমদ পান ৮১ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ডা. বনদীপ লাল দাস ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা পান ৯৭ ভোট।
পরিচালক, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগে আব্দুল্লাহ আহমদ ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসেস তানজিনা মুমিন আহমেদ পান ৯৬ ভোট। পরিচালক, ক্রীড়া বিভাগে কামাল হাসান ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনসুর আহমদ আজাদ পান ৮৭ ভোট। পরিচালক, সাংস্কৃতিক বিভাগে এ এম মিজানুর রহমান ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফায়সাল ইউসুফ পান ৮১ ভোট। ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচন কমিশনের আহ্বায়ক মো.আতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এসময় কমিশনের সদস্য আহমেদ নূর, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন কোম্পানি সেক্রেটারি পরাগ কান্তি দেব।
ফলাফল ঘোষণা শেষে নির্বাচিত ক্লাবের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলীসহ অন্য নির্বাচিত সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলাসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। পরিচালনা পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মো.মোসাহিদ আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে তাকেসহ তার পর্ষদকে নির্বাচিত করায় ক্লাবের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান এবং ক্লাবের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে দুপুর ১২টায় ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেটের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।