সিলেট সুরমা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান

 

 

আমার সিলেট ডেস্ক:

সিলেট সুরমা নদীর লামাকাজী ব্রীজের পূর্ব পাড়ে সুনামগঞ্জ মেইন রোডের পাশে কচুরিপানার ভেতর একজন অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান রয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর’২৪) বাদ জুম্মা ব্রীজের পূর্ব পাড়ে লাশটি ভাসমান দেখতে পান স্হানীয় জনতা।পরে বিষয়টি জানা জানি হলে উৎসুক জনতা ভীড় জমাতে থাকেন।স্হানীয় সূত্র জানায়,লাশটি উজান বেয়ে আসতে পারে। তবে এখন পর্যন্ত লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্হলে পুলিশ পৌঁছলে লাশটি পাড়ে তোলার পর সনাক্ত হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ভাসমান রয়েছে।