নিজস্ব প্রতিবেদক:
সিলেটে কর্মরত পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি),বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম। সিলেট মহানগর ও সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন।
আজ শনিবার( ২১ ডিসেম্বর২৪) সকাল ১২.৪০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এসএমপি সিলেটের আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসারদের সাথে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা- এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান,পিপিএম,এনডিসি, সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, লালাবাজার সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ, র্যাব-৯ এর অধিনায়ক আশিক বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন আর আর এফ সিলেটের কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি অতিরিক্ত দায়িত্বে ডিবি)মোঃ এহ্সান শাহ পিপিএম সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) বি.এম.আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, পুলিশ সুপার (সিলেট) মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (সুনামগঞ্জ) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম, পুলিশ সুপার (মৌলভীবাজার) এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা, পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), বিশেষ পুলিশ সুপার সিআইডি (মেট্রো/জেলা)সুজ্ঞান চাকমাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদস্থ অফিসারবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ অফিসারদের পুলিশিং সমস্যা সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করেন, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আইজিপি সকল পুলিশ অফিসারদের আরো সততা, নিষ্ঠা, সতর্কতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনানুগভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। বিট পুলিশের কার্যক্রমকে আরো সেবাধর্মী এবং বেগবান করার আহবান জানান।