আমার সিলেট ডেস্ক:
সিলেট শহরতলীর সাহেব বাজারে হাফিজ মনসুর আলম ও খালেদ আল মাহমুদের যৌথ সম্পাদনায় ইংরেজি-আরবি ভাষার সমন্বয়ে রচিত “ভাষার সেতু” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর’২৪) বাদ মাগরিব সাহেব বাজার পশ্চিম মাঠে উন্মুক্ত পরিবেশে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মাও- মারজান আহমদের সঞ্চালনায় ও মাও-মুতাওয়াক্কিল বিল্লাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিফায়ে আহমদ শফি (রহ.) মাওলানা আব্দুল মতীন নবীগঞ্জী হাফিঃ,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এর উপ-রেজিস্ট্রার আ.ফ.ম.মিফতাউল হক মাসুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিবিদ মাওলানা মাহমুদুল হাসান,বিএনপি নেতা হাজী জাহেদ আহমদ,সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান,সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি “ভাষার সেতু” গ্রন্থটি নিলামে ডাক দিলে প্রতিযোগিতাপূর্ণ নিলামে সর্বোচ্চ মূল্য ৩হাজার টাকা দিয়ে বইটি কিনে নেন বিএন পি নেতা জাহেদ আহমদ।উল্লেখ্য যে,বইটির গায়ের মূল্য রাখা হয়েছে মাত্র ১’শত টাকা। চকচকে মনোমুগ্ধকর প্রচ্ছদে আঁকা বইটি পাঠকের নজর কাড়তে সক্ষম।