
আমার সিলেট ডেস্ক:
সিলেটে সংস্কৃতি অঙ্গনের পরিচিত নাম আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের আজ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল ১১টায় ঝেড়ঝেড়ি পাড়া সিটি স্কুল এন্ড কলেজে উদযাপন করা হয়েছে।এবারই প্রথম উচ্চারণের জরতা মুখের ব্যায়াম কলাকৌশল শিশু কিশোরদের পাশাপাশি বড়দেরও পাশে দাঁড়িয়েছে মুক্তাক্ষর।
২০০৮ সাল থেকে পথচলা শুরু করে সংগঠনটি।হাটি হাটি পা পা করে,নানা চড়াই উৎরাই পেরিয়ে আজ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মুক্তাক্ষর।মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের উপস্থাপনায় ও মুক্তাক্ষর সভাপতি মো.নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পারভীন রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শিক্ষক সেবা রানি দাস, শিক্ষক রুপা চৌধুরী, শিক্ষক আসমা খাতুন, শিক্ষক রেখা ঘোষ,শিক্ষক জয় সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চারণে আবৃত্তি শিক্ষার বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীর আবৃত্তির কলাকৌশল জানা দরকার।মুক্তাক্ষর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আবৃত্তির সুনাম ধরে রেখেছে। তারই ধারাবাহিক আরও দীর্ঘ হোক পথচলা।
অনুষ্ঠানে মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বুলেটিন আত্মপ্রকাশ করা হয়।সবশেষে আবৃত্তি পরিবেশন করে স্বপ্ন কর।
৷