ভারতীয় কসমেটিকস চোরাচালানে আটক ৩

আমার সিলেট ডেস্ক:

সিলেটে ভারতীয় কসমেটিকস পণ্যের বড় চালান আটক করেছে
শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।এসময় পণ্য বহনে একটি কাভার্ড ভ্যানসহ ০৩ (তিন) জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

জানা যায়,সীমান্তবর্তী জেলা সিলেট দিয়ে সবসময় অবৈধ ভারতীয় পণ্য চোরাচালান হয়ে থাকে।এরইসূত্র ধরে,শাহ্ পরান রহ. থানা পুলিশের এক অভিযানে ৪,৫২,৭৬০ (চার লক্ষ বায়ান্ন হাজার সাতশত ষাট) টাকার ভারতীয় কসমেটিকসের চালান ধরা পড়ে পুলিশের হাতে।

পুলিশ সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার (২১জানুয়ারী)সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকাল ১১.১৫ ঘটিকায় দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্স এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়।
সকাল ১১.২৫ ঘটিকার সময় একটি হলুদ ও আকাশি রংয়ের কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেওয়া হলে সেটি থামে। কাভার্ড ভ্যানের চালকের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়ির ভিতরে ভারতীয় কসমেটিক্স রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে কাভার্ড ভ্যানটি তল্লাশি করা হয়।
আটককৃত মালামাল: ১. হলুদ ও আকাশি রংয়ের কাভার্ড ভ্যান, রেজি. নং: ঢাকা মেট্রো-ন-২১-০৬৭২, চেসিস নং: MB1AA22E1LRJ03457, ইঞ্জিন নং: JLH014238P, আনুমানিক মূল্য: ১২,০০,০০০/- টাকা।
২. ৩০ বস্তা ভারতীয় কসমেটিক্স (POND’S SANDAL Talcum Powder), প্রতি বস্তায় ৪৯ প্যাকেট করে মোট প্যাকেট: ১৪৭০, প্রতি প্যাকেটে ২২ পিস করে মোট ৩২,৩৪০ পিস, প্রতিটি পিসের মূল্য ১৪ টাকা করে মোট মূল্য: ৪,৫২,৭৬০/- (চার লক্ষ বায়ান্ন হাজার সাতশত ষাট) টাকার ভারতীয় কসমেটিক্স উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। বর্ণিত মালামাল জব্দকালে ধৃত ব্যক্তিরা মালামালের কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।
আটককৃতরা হলেন, মোঃ কাউছার হোসেন (২৫), পিতা- জমির উদ্দিন, সাং- পশ্চিম ঠাকুরের মাটি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট,মোঃ জাফর (২৬), পিতা- আবু তাহের, সাং- ছড়াপাড়া, থানা- দৌলতখান, জেলা- ভোলা,আসাদুল (৩৬), পিতা- মুজিবুর রহমান, সাং- মবাখালি, থানা- ধুনট, জেলা- বগুড়া।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায়, মালামালের মালিক অজ্ঞাতনামা এক ব্যক্তি ও তারা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে এই ভারতীয় কসমেটিক্স সংগ্রহ করেছে এবং সিলেট শহরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসএমপি’র এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।