বিয়ের পিঁড়িতে বসা হলোনা শিপুর

 

 

 

আমার সিলেট ডেস্ক:

বিয়ের পিঁড়িতে বসা হলোনা তরুণ ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ শিপু’র ।চলতি মাসের ২৪ জানুয়ারী তার বিয়ের তারিখ ধার্য ছিলো।

সদর উপজেলার সাহেবের বাজার এলাকার দেবাইর বহর গ্রামের ব্যবসায়ী ফারুক মিয়ার একমাত্র ছেলে শিপু (১৯)।কথা ছিলো ইউরোপে যাওয়ার। তবে,বিদেশ না হওয়ায় তার বাবা ২৪ জানুয়ারী ছেলের বিয়ে ঠিক করেছিলেন।ইতোমধ্যে কিছু কিছু আত্মীয় স্বজনকে বিয়ের দাওয়াত ও দিয়েছেন তার পিতা ফারুক মিয়া।বাড়ি -ঘরও প্রস্তুত করা হচ্ছিল বিয়ের জন্য। গতরাতে ও সাহেব বাজার থেকে নিয়মিত ব্যবসা বন্ধ করে বাড়ী ফেরেন শিপু।ঘরে এসে ভাত খেয়ে একটু বিশ্রামে যান।রাত আনুমানিক ৩টার দিকে শিপু বলেন,জানের মধ্যে অশান্তি করছে,একথা বলতেই শিপুর মা-বাবা রুমে ছুটে আসেন।তারপর সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিপুকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৩বোনের মধ্যে শিপু ছিলো একমাত্র ভাই। ফারুক মিয়ার একমাত্র ছেলে।তার মৃত্যু সংবাদ শুনে মুসলমান ছাড়াও বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তার জন্য চোখের অশ্রু ছেড়ে কাঁদতে দেখা গেছে।শিপুর চাচা ও মামারা প্রবাস হতে দেশে আসতে সময় লাগবে বলে জানাজার সময় নির্ধারণ হয়নি।মরহুমের জানাজা আগামীকাল হবার কথা রয়েছে।