ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদে দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্ঠান

মামুনুর রশীদ:

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদ সাপ্তাহিক শাখার বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭জানুয়ারী’২৫)বেলা ২ ঘটিকার সময় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷শাখা কমিটির সভাপতি আব্দুল বারীক বারী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ইলিয়াস আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাহমুদ আলী,আব্দুল হান্নান,জামাল মিয়া,কমরুদ্দিন,ওকিল মিয়া,রোশন আলী,আব্দুল হামিদ,আব্দুল নুর,
এসময় আরও উপস্থিত ছিলেন শাখা কমিটির সহ-সভাপতি অত্র শাখা’র নাযিম আব্দুল কাদির। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শাখার সহ নাযিম মোহাম্মদ মাহিন আহমদ।
গোলজার হোসাইন নাজিম,এয়ারপোর্ট থানা তালামীযের সভাপতি লাহিন আহমদ

শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কারী মাওলানা গোলজার হোসাইন, কারী মাওলানা মারুফ আহমদ, কারী মাওলানা লায়েক আহমদ,হাফিজ কারী মাহবুব আলম, হাফিজ কারী মামুনুর রশীদ,হাফিজ কারী আবদুল মালিক।

সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় জামাতে সুরা,আউয়াল ও সানি জামাতের ফাইনাল এবং ছালিছ ও রাবে জামাতের চূড়ান্ত পরীক্ষায় উত্তির্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা লায়েক আহমদ সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।