মোঃ মামুনুর রশিদ (স্টাফ রিপোর্টার)
ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় তালামীযে ইসলামিয়ার নিন্দা : ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের আহবান
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ সহ ৬ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে পুলিশ। আজ রবিবার (২৬ জানুয়ারি), দুপুরে রাজধানীর শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে। আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকগণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার প্রাক্কালে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাঁদের লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ছয়জন শিক্ষক আহত হয়েছেন।
ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
নেতৃবৃন্দ বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষকগণ দীর্ঘদিন থেকে তাঁদের চাকুরী জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় শিক্ষকরা তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলায় আমরা ক্ষুব্ধ। আমরা এর নিন্দা জানাই। মাদরাসা শিক্ষকদের উপর হামলার পেছনে কাদের হাত রয়েছে, সরকারকে তা খুঁজে বের করতে হবে। প্রাথমিক বিদ্যালয়কে যেখানে জাতীয়করণ করা হয়েছে সেখান ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখনও অবহেলিত। আমরা আশাবাদী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইবতেদায়ী শিক্ষকদের চাকুরি জাতীয়করণ সহ অন্যান্য দাবিগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে তাঁদের সাথে বসবেন এবং তাঁদের দাবি মেনে নিয়ে দ্রুততার সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের পদক্ষেপ গ্রহণ করবেন।
তাঁরা আরও বলেন, শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। তাঁরা এ দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী। এ দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানানো তাঁদের অধিকার। তাঁদের দাবি-দাওয়ার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার কোনও সুযোগ নেই। অধিকার আদায়ের আন্দোলনে কোনও পুলিশি হামলা দেশের ভবিষ্যৎ সুনাগরিক তৈরির পথকে বাধাগ্রস্ত করবে।