ইন্তেকাল করেছেন খাদিমনগরের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম

আমার সিলেট ডেস্ক:

সিলেট শহরতলীর ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। অদ্য সকাল-৯:৩০ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৮৫ বলে জানা গেছে।ছেলে-সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন তিনি। মরহুমের জানাজার নামাজ এখনো ঠিক হয়নি।তবে,তার চাচাতো ভাই,জাকির হোসেন জানান,আসরের ওয়াক্তে জানাজা অনুষ্ঠিত হতে পারে।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ হুমায়ুন রশীদের আমলে কোম্পানীগঞ্জ বিশ্ব রোড নির্মাণ আন্দোলন করেন।এছাড়া, না

ছাত্র জীবন থেকে তিনি প্রৌঢ় বয়স পর্যন্ত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রাজনীতি করে গেছেন।সেবা করেছেন সকল শ্রেণীর মানুষের কল্যাণে।

সিরাজ চেয়ারম্যান এর মৃত্যু সংবাদে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছেন।তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করছেন।