আমার সিলেট ডেস্ক:
উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা (রহ.)’র ১৭ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আজ বুধবার (১৫ জানুয়ারী’২৫) জকিগঞ্জ বালাই হাওর ময়দানে অনুষ্ঠিত হবে। ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আমেজ সৃষ্টি হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুন্নি মুসলমানরা “ছাহেব বাড়ী” র উদ্দেশ্যে রওয়ানার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
দেশ ছাড়াও দেশের বাইরের মুসল্লিরা এসেছেন ছাহেব কিবলা রহ.এর মাহফিলের ফায়েজ নিতে।
ছাহেব বাড়ীর সূত্রে জানা গেছে,প্রতি বছরের ন্যায় এবছরেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির স্বতন্ত্র ভলেন্টিয়াররা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন মাঠে নিয়োজিত থাকবে।
আগত মেহমানদের সবধরনের নিরাপত্তার পাশাপাশি মুসল্লিদের গাড়ী পার্কিং,পয়ঃনিষ্কাশন ও অজুর বাড়তি ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, তবররুক বিতরণে পদদলিত হবার ভয় থাকায় সুশৃঙ্খলভাবে তবররুক বিতরণ করবেন ভলেন্টিয়াররা।
জানা যায়,৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ্ কামাল ইয়ামনী (রহ.)-এর ৮ম বংশধর আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)।খান্দানে ওলি হযরত ফুলতলী পীর সাহেব ছাত্র জীবন থেকে অত্যন্ত মেধাবী ও বিপ্লবী ছিলেন।
তিনি ভারত ও বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে জীবন বাজী রেখে আন্দোলন সংগ্রাম করে গেছেন।সুন্নি মুসলমানদের কাছে তিনি রাহবার হিসাবে চিহ্নিত।তাঁর মনোমুগ্ধকর বয়ান এবং দালিলিক প্রমাণ উপস্থাপনে শ্রোতাদের কাছে অতুলনীয় ছিলেন।সে যুগে জনগণ তাঁকে শামসুল উলামা,রঈসুল কুররাসহ নানা উপাধি প্রদান করেন।
বহু গ্রন্থ প্রণেতা ফুলতলী পীর সাহেব জৌনপুর সিলসিলার বুজুর্গ ছিলেন।রামাদান মাসে দেশ ছেড়ে লন্ডন, ইউরোপ- আমেরিকাসহ বিশ্বব্যাপী তিনি ঐশী গ্রন্থ আল-কুরআনের খেদমত করে গেছেন,যা পৃথিবীর ইতিহাসে বিরল ও উপমা হীন ঘটনা।যে কারণে বিশ্ব মুসলিম উম্মাহ বিশেষ ভাবে তাঁর কাছে ঋণী।বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মহান এ মনীষীর জীবনী পাঠ্যপুস্তকে ঠাঁই পেয়েছে।বর্ণাঢ্য জীবনের অধিকারী হযরত ফুলতলী পীর সাহেব রহ. ২০০৮সালের ১৫ জানুয়ারী ইন্তেকাল করেন।তাঁর মৃত্যুর পরপরই প্রতিবছর সিলেটের জকিগন্জ ফুলতলী ছাহেব বাড়ীর ঐতিহাসিক বালাই হাওর ময়দানে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।প্রতিবছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন বালাই হাওর ঈসালে সাওয়াব মাহফিলে।